এদিন আদালতে কাটজুর সঙ্গে বিচারপতিদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। কাটজু দাবি করেন, বিচারপতিরা তাঁকে ভয় দেখাচ্ছেন। একজন প্রাক্তন বিচারপতির সঙ্গে এই ধরনের ব্যবহার করা উচিত নয়। তাঁকে আদালতে হাজির হয়ে বিচারপতিদের সাহায্য করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারপর ভয় দেখানো হচ্ছে। আদালত কাটজুর এই বক্তব্যের পর তাঁকে বাইরে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
২০১১ সালের ১ ফেব্রুয়ারি কেরলে সৌম্যাকে ট্রেন থেকে ফেলে দিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে গোবিন্দস্বামী নামে এক দাগি অপরাধীর বিরুদ্ধে। কিন্তু খুনের মামলা থেকে ছাড় দেওয়া হয় গোবিন্দস্বামীকে। এই রায়ের বিরুদ্ধে আবেদন করে কেরল সরকার এবং সৌম্যার মা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফেসবুকে এই সিদ্ধান্তের সমালোচনা করেন কাটজু। সেই কারণেই তাঁকে আদালত অবমাননার নোটিস দেওয়া হল।