কাটজুকে আদালত অবমাননার নোটিস দিল সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda | 11 Nov 2016 10:32 PM (IST)
নয়াদিল্লি: নজিরবিহীনভাবে প্রাক্তন বিচারপতি আদালত অবমাননার নোটিস দিল সুপ্রিম কোর্ট। ‘অসংযমী’ শব্দ ব্যবহার এবং বিচারপতিদের অপমান করার অভিযোগেই কাটজুকে এই নোটিস দেওয়া হয়েছে। সৌম্যা ধর্ষণ ও খুনের মামলার পরিপ্রেক্ষিতে ব্লগে বিচারপতিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কাটজু। তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য আদালতে তলব করা হয়। এরপর বিচারপতি রঞ্জন গগৈ, পিসি পন্থ ও ইউ ইউ ললিতের বেঞ্চ প্রাক্তন বিচারপতিকে আদালত অবমাননার নোটিস দেয়। এদিন আদালতে কাটজুর সঙ্গে বিচারপতিদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। কাটজু দাবি করেন, বিচারপতিরা তাঁকে ভয় দেখাচ্ছেন। একজন প্রাক্তন বিচারপতির সঙ্গে এই ধরনের ব্যবহার করা উচিত নয়। তাঁকে আদালতে হাজির হয়ে বিচারপতিদের সাহায্য করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারপর ভয় দেখানো হচ্ছে। আদালত কাটজুর এই বক্তব্যের পর তাঁকে বাইরে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ২০১১ সালের ১ ফেব্রুয়ারি কেরলে সৌম্যাকে ট্রেন থেকে ফেলে দিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে গোবিন্দস্বামী নামে এক দাগি অপরাধীর বিরুদ্ধে। কিন্তু খুনের মামলা থেকে ছাড় দেওয়া হয় গোবিন্দস্বামীকে। এই রায়ের বিরুদ্ধে আবেদন করে কেরল সরকার এবং সৌম্যার মা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফেসবুকে এই সিদ্ধান্তের সমালোচনা করেন কাটজু। সেই কারণেই তাঁকে আদালত অবমাননার নোটিস দেওয়া হল।