নয়াদিল্লি: ‘বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। এই সৌধের বদলে লোকজন অন্য কোনও মসজিদে গিয়ে নমাজ পড়তে পারেন।’ আগরার বাইরের লোকজনের তাজমহলে শুক্রবারের প্রার্থনার উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হওয়া আবেদন খারিজ করে দিয়ে আজ এমনই বলেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ বলেছে, আগরার প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই বহাল থাকবে।
এ বছরের ২৪ জানুয়ারি আগরা শহরের অতিরিক্ত জেলাশাসক এক নির্দেশিকা জারি করে বলেন, যাঁরা আগরার বাসিন্দা নন, নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁদের শুক্রবারের প্রার্থনার জন্য তাজমহলের মধ্যে থাকা মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাজমহল মসজিদ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হুসেইন জৈদী। তিনি বলেন, সারা বছর ধরেই পর্যটকরা তাজমহলে যান। তাই অতিরিক্ত জেলাশাসক যে নির্দেশ দিয়েছেন সেটা বেআইনি ও বিধিবহির্ভূত। তবে বিচারপতিরা বলেছেন, ‘প্রার্থনার জন্য তাঁদের কেন তাজমহলেই যেতে হবে? আরও অনেক মসজিদ আছে। সেখানে গিয়েও প্রার্থনা জানানো যেতে পারে।’
বহিরাগতরা তাজমহলে নমাজ পড়তে যেতে পারবেন না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jul 2018 12:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -