নয়াদিল্লি: নিজের টিভি শো ‘সত্যমেব জয়তে’-তে জাতীয় প্রতীকের ‘অপব্যবহার’ করার অভিযোগে আমির খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে তাঁর আবেদন বাতিল হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারী স্বেচ্ছাসেবী সংস্থা অ্যারাইভ সেফ সোসাইটি-র পরিচালক হরমন এস সিধু।
তিনি আমিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদনের স্বপক্ষে যুক্তি দেখান, কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় অনুমতি না নিয়েই টিভি শো-য়ে জাতীয় প্রতীক দেখিয়ে প্রতীক ও নাম (অপব্যবহার রোধ) আইন, ১৯৫০ ও ভারতের রাষ্ট্রীয় প্রতীক (অপব্যবহার রোধ) ২০০৫-এর বিভিন্ন ধারা ভেঙেছেন আমির। ‘ব্যক্তিগত বাণিজ্যিক লাভে’র উদ্দেশ্য সামনে রেখে আমির ও অন্যরা জাতীয় প্রতীকের অপব্যবহার করেছেন বলেও তাঁর অভিযোগ।
যদিও প্রধান বিচারপতি টি এস ঠাকুর, বিচারপতি এফএমআই কলিফুল্লা ও বিচারপতি এ এম কানবিলকরকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ আমিরের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি বাতিল করে জানিয়ে দেয়, আবেদনকারীর ক্ষোভ থাকলে তিনি পুলিশের মতো যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে পারেন।
শো-তে জাতীয় প্রতীক অপব্যবহারের অভিযোগ, আমিরের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি খারিজ
web desk, ABP Ananda
Updated at:
22 Jul 2016 03:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -