প্রধান বিচারপতি সম্পর্কে হোয়াটসঅ্যাপে 'অবাঞ্ছিত মন্তব্য', সুপ্রিম কোর্টের তিরস্কার আইনজীবীকে
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jul 2018 08:01 PM (IST)
নয়াদিল্লি: সোস্যাল মিডিয়ায় প্রধান বিচারপতি দীপক মিশ্র সম্পর্কে 'অবাঞ্ছিত মন্তব্য' করে সুপ্রিম কোর্টের তোপের মুখে এক আইনজীবী। প্রধান বিচারপতি তাঁর পিটিশনের দ্রুত শুনানি করতে রাজি না হওয়ায় হোয়াটসঅ্যাপে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার অভিযোগ উঠেছে ওই অ্যাডভোকেটের নামে। প্রধান বিচারপতি দীপক মিশ্র, দুই বিচারপতি এ কে খানবিলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ তাঁর আচরণে গভীর উষ্মা প্রকাশ করে বলেছে, এতে প্রতিষ্ঠানের ক্ষতি হয়। বিচারপতিদের রায় নিয়ে যে কোনও মঞ্চে আলোচনা হলে আদালতের কোনও আপত্তি নেই, কিন্তু হোয়াটসঅ্যাপের মতো সোস্যাল মিডিয়ায় এ ধরনের মন্তব্য ছড়িয়ে পড়লে বিচারপতিরা অসহায়, নাচার।
শুনানির সময় হাজির থাকা জনৈক আইনজীবী বিচারপতি চন্দ্রচূড়কে উদ্ধৃত করে বলেন, প্রধান বিচারপতি প্রতিদিন প্রথমার্ধে এক ঘন্টা আইনজীবীদের কাছে থেকে এ ধরনের ৫০টি আবেদন গ্রহণ করেন, যেসব পিটিশনের দ্রুত শুনানি জরুরি, সেগুলির ক্ষেত্রে দ্বিতীয় ভিন্ন মত শোনেন। দ্রুত শুনানির আবেদন খারিজ হলেও কি কোনও আইনজীবীর উচিত সোস্যাল মিডিয়ায় প্রধান বিচারপতি সম্পর্কে এমন ভিত্তিহীন কুত্সা করা?
যারা সোস্যাল মিডিয়ায় বার্তা পোস্ট করছেন, প্রচার করছেন, তাদের সংযম, দায়িত্ববোধের পরিচয় দেওয়া উচিত বলে আদালত অভিমত জানিয়েছে।
ওই আইনজীবী সম্প্রতি অবসর নেওয়া এক প্রাক্তন বিচারপতির কিছু মন্তব্যের উল্লেখ করলেও কড়া অসন্তোষ জানায় বেঞ্চ।
বিচারপতি চন্দ্রচূড় বলেন, আমাদের বিচারপতিদের চাকরির মেয়াদ থাকে। আমাদের অবসরের পর কেউ যদি আমাদের কাছে এসে কোনও ব্যাপারে মতামত চায়, তারপর তা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবহার করে, সেটা বিচার ব্যবস্থার পক্ষে ভাল নয়।
বেঞ্চ এও বলেছে, বিচারবিভাগের এটাই রীতি যে, কেউ সুরাহা পান, কেউ পান না। কিন্তু সেজন্য যিনি সুরাহা পেলেন না, তিনি বিচারপতিদের টার্গেট করলে প্রতিষ্ঠানের পক্ষে তা খুবই দুর্ভাগ্যের।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -