গণপিটুনি: প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সামনে আয়না তুলে ধরল সুপ্রিম কোর্টের নির্দেশ, ট্যুইট ইয়েচুরির

Continues below advertisement
নয়াদিল্লি: 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যে মন্ত্রীদের নাকের ডগায় অপরাধের ঘটনাগুলি ঘটেছে', সুপ্রিম কোর্টের গণপিটুনি সংক্রান্ত আজকের বক্তব্য তাদের সামনে আয়না তুলে ধরেছে। বললেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শীর্ষ আদালতের এদিনের নির্দেশের পর কেন্দ্রের মোদী সরকারের লজ্জিত হওয়ার কথা, ট্যুইট করেছেন তিনি।
প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালতের বেঞ্চ আজ দেশে পরপর একাধিক গণপিটুনির ঘটনা মোকাবিলায় নতুন আইন আনার কথা ভেবে দেখতে বলেছে সংসদকে। বেঞ্চের স্পষ্ট মত, 'গুন্ডাতন্ত্রের ভয়ঙ্কর কার্যকলাপ' কিছুতেই নয়া নিয়ম হতে দেওয়া চলবে না। মারমুখী জনতার তাণ্ডব, গোরক্ষকদের নজরদারির মতো অপরাধ সামলাতে 'আগাম প্রতিরোধমূলক, সংশোধনমূলক ও শাস্তিদানের ব্যবস্থা' করতে একগুচ্ছ নির্দেশও দিয়েছে বেঞ্চ। বিচারপতি এ এম খানবিলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও যে বেঞ্চের সদস্য, তারা এও বলেছে, সমাজে আইনশৃঙ্খলা রক্ষা, পালন নিশ্চিত করা রাজ্য সরকারগুলির দায়িত্ব, আইনের শাসন সুনিশ্চিত করা তাদের কাজ।
Continues below advertisement
Sponsored Links by Taboola