ইয়েদুরাপ্পাকে কাল বিকেল চারটেয় কর্নাটক বিধানসভায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলল সুপ্রিম কোর্ট, এবার অর্থবল, বাহুবল কাজে লাগাবে বিজেপি, বললেন রাহুল
Web Desk, ABP Ananda | 18 May 2018 12:15 PM (IST)
নয়াদিল্লি: কর্নাটকের সরকার গড়া নিয়ে চলতি টানটান নাটকে আচমকা নতুন মোড়। মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে আগামীকাল বিকেল চারটেয় কর্নাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলল সুপ্রিম কোর্ট। তাঁর পক্ষে সরকার গড়ার প্রয়োজনীয় শক্তি আছে কিনা, আস্থাভোটে ইয়েদুরাপ্পাকে দেখাতে হবে। বিচারপতি এ কে সিকরির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ বলেছে, বিধানসভাতেই ঠিক হোক বিজেপি সরকার গড়তে পারবে কিনা, এবং তা নির্ধারণের সবচেয়ে ভাল উপায় হল আস্থাভোট। কর্নাটকে বিধানসভা নির্বাচনে ১০৪টি আসন পেয়ে একক বৃহত্তম দল হওয়া বিজেপিকে প্রয়োজনীয় ১১২টি আসন না থাকা সত্ত্বেও রাজ্যপাল বজুভাই ভালা সরকার গড়ার আমন্ত্রণ জানানোয় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে কংগ্রেস-জেডি (এস) জোট। যদিও গত পরশু গভীর রাতে বেনজির শুনানিতে তাদের বিরোধিতা খারিজ করে শীর্ষ আদালত জানায়, ইয়েদুরাপ্পার শপথ নেওয়ায় কোনও সমস্যা নেই। তবে শুনানি চলবে। গতকাল সকালেই শপথ নেন ইয়েদুরাপ্পা। তাঁকে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে ১৫ দিন সময় দেন রাজ্য়পাল বজুভাই ভালা। কিন্তু তাঁকে অত সময় দিল না সর্বোচ্চ আদালত। আজ সকালে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়। ইয়েদুরাপ্পার কৌঁসুলি মুকুল রোহাতগি সোমবার পর্যন্ত আস্থাভোটে যাওয়ার আগে পর্যাপ্ত সময় চেয়েছিলেন। কিন্তু তাতে রাজি হয়নি বেঞ্চ। আগামীকালই আস্থাভোট করার নির্দেশ দেয়। রাহুল গাঁধী সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, রাজ্যপাল অসাংবিধানিক কাজ করেছেন, আমাদের এই অভিযোগই সত্যি প্রমাণিত হল। প্রয়োজনীয় সংখ্যা না থাকলেও বিজেপি সরকার গড়বে বলে 'ধোঁকা' দিচ্ছিল, সেটাই স্পষ্ট দেখিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রয়োজনীয় সংখ্য়া না থাকায় সঙ্গত কারণেই ওদের সরকার গড়া আটকে দেওয়া হল। কংগ্রেস সভাপতি ট্যুইট করেছেন, আইনি পথে বিজেপি পারল না, এবার শুরু হবে জনমত 'চুরি' করার জন্য অর্থবল ও বাহুবল প্রয়োগ।