নয়াদিল্লি ; পাটনা হাইকোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সরকারি বাংলো না ছাড়ার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই রায় দিয়ে সুপ্রিম কোর্ট তেজস্বী যাদবকে আদেশ দেন আবাসন বদলে বিরোধী দলের নেতাদের জন্য নির্দিষ্ট থাকা সরকারি বাসস্থানে চলে যেতে।

হাইকোর্ট এর আগেই তেজস্বী যাদবকে এই মর্মে রায় দেয় যে বাংলো না ছাড়ার জন্য যথার্থ কারণ দেখাতে পারেননি যাদব। নির্দিষ্ট সময়ের মধ্যে  বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয় তাকে। কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান যাদব। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি দীপক গুপ্ত ও সঞ্জীর খান্নার বেঞ্চ হাইকোর্টের রায়কেই বহাল রাখেন। উপযুক্ত কারণ  দেখাতে না পারার দরুণ যাদবের ওপর ক্ষুব্ধ হন বিচারপতি। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করায়  ৫০,০০০ টাকা জরিমানা হয়  রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের।

বর্তমানে রাজ্য বিধানসভায় বিরোধী পদে রয়েছেন তেজস্বী যাদব। ২০১৫ সালে বিহারে নীতিশ কুমারের সরকার ক্ষমতায় থাকার সময় রাজ ভবন ও মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই বিলাস বহুল বাংলো বরাদ্দ করা হয় তার জন্য।

কিন্তু বর্তমানে বিহারে এনডিএ জোট ক্ষমতায় রয়েছে। এমতাবস্থায় বিহার সরকার তেজস্বী যাদব নির্দেশ দেন বর্তমান উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদির জন্য বাংলো খালি করে দিতে। এই নির্দেশের বিরদ্ধে তেজস্বী যাদব আদালতের কাছে আবেদন করেন বাংলোটি না ছাড়ার। ২০১৯ এর জানুয়ারি মাসে এই আবেদন খারিজ করে দিয়ে বিহার হাইকোর্ট জানায়, কেবলমাত্র ৫ নম্বর দেশ রত্ন রোডের বাংলোটী তার থাকা ও কাজের জন্য বেশী উপযুক্ত বলে তিনি এই বাংলো আটকে রাখতে পারেন না। রায়ে তেজস্বী যাদবের জন্য পাটনার ১ নম্বর পোলো রোডে একটি বাংলো বরাদ্দ করা হয়। এই নতুন বাংলো দেওয়া হয় তার বর্তমান রাজনৈতিক পদের বিচারে। এর আগে নীতিশ কুমারের সরকার এর আগেই তেজস্বী যাদবকে সুশীল কুমার মোদির সঙ্গে বাড়ি বদলে নেওয়ার পরামর্শ দেন।

বাংলো নিয়ে এই বিতর্কে ক্ষোভ প্রকাশ করেছে বিহার হাইকোর্ট। এই বিতর্ক কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিচারপতি।