অযোধ্যা জমি মালিকানা বিতর্ক মামলার শুনানির জন্য নতুন ৫ বিচারপতির সংবিধান বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda | 25 Jan 2019 08:25 PM (IST)
নয়াদিল্লি: রামজন্মভূমি-বাবরি মসজিদ জমি মালিকানা বিতর্ক মামলার শুনানির জন্য শুক্রবার নতুন ৫ বিচারপতির সংবিধান বেঞ্চ গঠিত হল সুপ্রিম কোর্টে। রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি হবে ২৯ জানুয়ারি। নতুন বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অলোক ভূষণ ও বিচারপতি এস এ নাজির। ১০ জানুয়ারি শেষ শুনানির দিন বিচারপতি ইউ ইউ ললিত এই মামলার মূল বেঞ্চ থেকে সরে দাঁড়ান। ১৯৯৭ সালের কোনও এক সময়ে এই সংক্রান্ত একটি ব্যাপারে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের হয়ে মামলা লড়েছিলেন বলে জমি মালিকানা বিতর্ক মামলার শুনানিতে অংশ গ্রহণে আর ইচ্ছুক নন বলে জানান তিনি। ১০ জানুয়ারি শেষ শুনানি করেছিল যে বেঞ্চ, তার সদস্য বিচারপতি এন ভি রামান্না নতুন বেঞ্চে থাকছেন না। বিচারপতি ভূষণ, বিচারপতি নাজির নতুন সদস্য হিসাবে এলেন। প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে ছিলেন তাঁরা। গত বছরের ২৭ সেপ্টেম্বর ওই বেঞ্চ ২-১ সংখ্যাগরিষ্ঠ রায়ে ১৯৯৪ সালের এক রায় পুনর্বিচারের জন্য ৫ বিচারপতির সংবিধান বেঞ্চে পাঠাতে অস্বীকার করে। ১৯৯৪ এর ওই রায়ে আদালতের পর্যবেক্ষণ ছিল, মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয়। জমি মালিকানা বিতর্কের শুনানিতে ওই অভিমত জানায় আদালত। সংখ্যালঘু মত ছিল বিচারপতি নাজিরের। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট চারটি দায়রা মামলায় রায় দেয়, অযোধ্যার ২.৭৭ একর জমি তিন পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখাড়া, রামলালার মধ্যে সমান তিন ভাগে বন্টন করতে হবে। তাকে চ্যালেঞ্জ করে ১৪টি আবেদন পেশ হয়।