সমকামিতা অপরাধ নয়, দাবিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিলের আর্জিতে পিটিশন বৃহত্তর বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda | 08 Jan 2018 03:40 PM (IST)
নয়াদিল্লি: সমকামিতা অপরাধ নয়, সমকামিতা থেকে অপরাধের তকমা মুছে দেওয়া হোক, এই দাবি জানিয়ে পেশ হওয়া আবেদন বৃহত্তর বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট। দুজন প্রাপ্তবয়স্কের সম্মতির ভিত্তিতে হওয়া সমকামী শারীরিক সম্পর্ককে যাতে অপরাধ বলে দেখা না হয়, নতুন করে সেই আবেদন পেশ করেছেন জনৈক নভতেজ সিংহ জোহর। সমকামী সম্পর্ককে অপরাধ বলে ঘোষণা করা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিলের দাবিতে সওয়াল করেছেন তিনি। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, সমকামিতা 'অস্বাভাবিক অপরাধ', যে-ই প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ করবে, কোনও পুরুষ, মহিলা বা জন্তুর সঙ্গে পায়ুসঙ্গম করবে, তার শাস্তি হবে যাবজ্জীবন কারাবাস, বা দশ বছর পর্যন্ত মেয়াদের জেল, দিতে হবে জরিমানাও। জোহরের পিটিশনে বলা হয়েছে, ৩৭৭ অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করতে হবে, কারণ এতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে সমকামী যৌন সম্পর্কে জড়ানো দুজন প্রাপ্তবয়স্কের বিচারের ব্যবস্থা রয়েছে। আবেদনকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট অরবিন্দ দাতার বলেন, সম্মতির ভিত্তিতে অস্বাভাবিক যৌন সম্পর্কে জড়ানো দুজন প্রাপ্তবয়স্ককে জেলে ঢোকানো যায় না। যৌনতা, শারীরিক সম্পর্কের সঙ্গী বাছাই করা মৌলিক অধিকারের অঙ্গ, এটা বোঝাতে গোপনীয়তা রক্ষার অধিকার সংক্রান্ত ৯ বিচারপতির বেঞ্চের সাম্প্রতিক রায়ের উল্লেখ করেন তিনি। এনজিও নাজ ফাউন্ডেশনের পিটিশনের ওপর ২০০৯ সালে দিল্লি হাইকোর্টের রায়ের কথাও বলেন, যাতে ৩৭৭ অনুচ্ছেদটিকে অসাংবিধানিক বলা হয়েছিল। যদিও ২০১৪ সালে সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায় বাতিল করে জানিয়ে দেয়, ওই অনুচ্ছেদ সাংবিধানিক, বৈধ। পরে সুপ্রিম কোর্টের ওই রায় সংশোধনের আর্জি জানিয়ে পেশ হওয়া একটি আবেদন বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়। সেখানেই এবার শুনানি হবে জোহরের পেশ করা নতুন পিটিশনের। প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানবিলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আজ বলেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ অনুচ্ছেদের প্রয়োজনীয়তা নিয়ে বৃহত্তর বেঞ্চে বিতর্ক, পর্যালোচনা হওয়া প্রয়োজন।