নয়াদিল্লি: সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা পেতে  আধার কার্ড বাধ্যতামূলক করা সংক্রান্ত কেন্দ্রের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

বিচারপতি এএম খানউইলকার ও বিচারপতি নবীন সিনহার অবকাশকালীন বেঞ্চ বলেছে, পিটিশনকারীরা শুধুমাত্র যে সংশয় প্রকাশ করেছেন যে, আধার না থাকার কারণ দেখিয়ে বহু মানুষকে সামাজিক প্রকল্পগুলির সুবিধা থেকে সরকার বঞ্চিত করতে পারে।  কিন্তু ওই আশঙ্কা শুধুমাত্র অনুমান। অনুমানের  ভিত্তিতে এই পর্যায়ে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া যায় না।

এই প্রসঙ্গে সর্বোচ্চ আদালত ৯ জুনের নির্দেশের প্রসঙ্গও উল্লেখ করেছে। ৯ জুনের নির্দেশে সুপ্রিম কোর্ট প্যান কার্ড বরাদ্দ ও আয়কর জমার জন্য আধার বাধ্যতামূলক সংক্রান্ত আয়কর আইনের ধারা বহাল রেখেছিল। কিন্তু সেইসঙ্গে গোপনীয়তার অধিকার সংক্রান্ত বিষয়টি সাংবিধানিক বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আংশিক স্থগিতাদেশও দিয়েছিল।

এদিন মামলার শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, যাঁরা বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাঁদের আধার কার্ড করার সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।

গত ৯ জুন কেন্দ্র আদালতকে জানিয়েছিল যে, দেশের মোট জনসংখ্যার ৯৫.১০ শতাংশই আধারের জন্য নিজেদের নাম নথিভূক্ত করেছেন। তাই আধার কার্ডের অভাবে সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা থেকে বিশাল সংখ্যক মানুষ বঞ্চিত হবেন, এমন আশঙ্কা সঠিক নয়।