নয়াদিল্লি: আইনি কার্যাবলী শুরু আগে প্রত্যেক আদালতে জাতীয় সঙ্গীত বাজানোর আর্জি শুনলই না সুপ্রিম কোর্ট। বিজেপি মুখপাত্র তথা আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় এই আবেদন সম্পর্কে শুনানির আর্জি জানিয়েছিলেন।
বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ বলেছে, জাতীয় সঙ্গীত সুপ্রিম কোর্টে বাধ্যতামূলক নয়। এ বিষয়ে আদালতের কাছে পিটিশন যথাযথভাবে দায়ের করা হয়নি। দেশের সমস্ত বারের ওপর বিষয়টি এভাবে চাপিয়ে দেওয়া যায় না।
সুপ্রিম কোর্ট এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলের মত জানতে চান। আদালতে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেনন, যেহেতু আদালতে যথাযথ পিটিশন নেই,সেহেতু আমরা এ বিষয়ে মতামত জানাতে পারি না।
উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট দেশের সমস্ত প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।
এদিন বিচারপতিরা বলেছেন, ঠিক বা ভুল যাই-ই হোক না কেন, আদালতের রায়কে অতিরঞ্জিত করে দেখা যাবে না। উপাধ্যায়কে ইঙ্গিত করে আদালত আরও বলেছে, এক্ষেত্রে সংযম বজায় রাখা উচিত।
এর আগে উপাধ্যায় আদালতের গত ৩০ নভেম্বরের নির্দেশের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন।
আদালতে বিজেপি নেতার জাতীয় সঙ্গীত বাজানোর আর্জি শুনলই না সু্প্রিম কোর্ট
ABP Ananda, web desk
Updated at:
02 Dec 2016 02:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -