সিন্ধু জলবন্টন চুক্তি অসাংবিধানিক ঘোষণা চেয়ে পিটিশন, জরুরি শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
Web Desk, ABP Ananda | 26 Sep 2016 03:11 PM (IST)
নয়াদিল্লি: উরির জঙ্গি হামলার প্রেক্ষাপটে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত-পাকিস্তান সিন্ধু জলবন্টন চুক্তি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন, আর সেদিনই সুপ্রিম কোর্টে এই চুক্তি অ-সাংবিধানিক ঘোষণার আবেদন জানিয়ে পেশ হওয়া রিট পিটিশনের জরুরি ভিত্তিতে এখনই শুনানির আর্জি খারিজ হয়ে গেল। প্রধান বিচারপতি টি এস ঠাকুর ও বিচারপতি এ এম খানবিলকরের বেঞ্চ জানিয়ে দেয়, এটি এমন জরুরি নয় যে এখনই শুনানি করতে হবে। সময় হলেই শুনানি হবে। ব্যক্তিগত উদ্যোগে জনস্বার্থ পিটিশন পেশ করে ওই আবেদন জানান আইনজীবী এমএল শর্মা। বেঞ্চ তাঁকে বলে, ইস্যুটা এখন মনে পড়ল। এতদিন সময় হয়নি! শর্মা জবাবে বলেন, দ্বিপাক্ষিক চুক্তিতে দেশের সেই সময়কার রাষ্ট্রপতি সই করেননি, ফলে সাংবিধানিক রীতিমাফিক স্বাক্ষরিত হয়নি সেটি। তাই সেটি আইনগত দিক থেকে মানার বাধ্যবাধকতা নেই বলে ঘোষণা করা হোক। কিন্তু বেঞ্চ তাঁর উদ্দেশ্যে বলে, রাজনীতি দূরে রাখুন। সঠিক সময়েই বিষয়টি শুনানির জন্য উঠবে। প্রসঙ্গত, ১৯৬০ সালে সিন্ধুর জলবন্টন নিয়ে চুক্তিটিতে স্বাক্ষর করেছিলেন তত্কালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের সে সময়কার প্রধানমন্ত্রী আয়ুব খান। ভারতের দিক থেকে তারই ভাল-মন্দ সব দিক খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে চলছে উচ্চস্তরের বৈঠক।