নয়াদিল্লি: বাজেট পিছনো সংক্রান্ত জরুরি শুনানির আবেদন খারিজ করল সু্প্রিম কোর্ট।


পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাজেট পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী এম এল শর্মা। এই মর্মে একটি জনস্বার্থ মামলা দাখিল করে তিনি আবেদন করেছিলেন, যাতে বিধানসভা নির্বাচনের বিষয়টি মাথায় রেখে বাজেট স্থগিত রাখতে কেন্দ্রকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এই মামলায় তিনি জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও করেছিলেন শর্মা।


পাশাপাশি, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার জন্য বিজেপির থেকে দলের পদ্ম প্রতীক ছিনিয়ে নেওয়ারও দাবি করেছিলেন এই আইনজীবী। যদিও, প্রধান বিচারপতি জে এস কেহরের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, এক্ষেত্রে জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। এই আবেদন যখন উঠে আসবে, তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।