নয়াদিল্লি: উপহার সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনায় গোপাল আনসালকে এ মাসের ২০ তারিখ আত্মসমর্পণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গোপালের আরও এক বছর কারাদণ্ডের মেয়াদ বাকি আছে। কিন্তু তিনি জেলে ফেরার বদলে কারাবাস এড়ানোর চেষ্টা করেছিলেন। যদিও শীর্ষ আদালত তাঁর সেই আর্জি খারিজ করে দিয়েছে।


১৯৯৭ সালের ১৩ জুন উপহার সিনেমা হলে হিন্দি ছবি ‘বর্ডার’ চলাকালীন অগ্নিকাণ্ডে ৫৯ জনের মৃত্যু হয়। আহত হন শতাধিক মানুষ। সেই ঘটনায় ইতিমধ্যেই সাড়ে চার বছর জেল খাটা হয়ে গিয়েছে গোপালের। তাঁর আইনজীবী রাম জেঠমালানি আদালতে দাবি করেন, গোপালের স্বাস্থ্যের চূড়ান্ত অবনতি হয়েছে। তিনি এখন প্রায় মৃত মানুষ। তাই মানবিকতার কথা ভেবে তাঁকে রেহাই দেওয়া উচিত। কিন্তু বিচারপতি রঞ্জন গগৈ, কুরিয়ান জোশেফ ও আদর্শ কুমার গোয়েলের বেঞ্চ গোপালকে ২০ তারিখ আত্মসমর্পণের নির্দেশ দেয়।