নয়াদিল্লি:  মাত্র ২৪ ঘণ্টা আগেই দেশের শীর্ষ আদালত চার বিজেপি শাসিত রাজ্য সহ গোটা দেশে পদ্মাবত মুক্তিতে ছাড়পত্র দিয়েছে। সম্প্রতি শীর্ষ আদালতে সিবিএফসির পদ্মাবতকে দেওয়া সার্টিফিকেট বাতিলের আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দাখিল করা হয়েছিল। সেই মামলার আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দাবি, একবার যে ছবিকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে সেন্সর বোর্ড, সেখানে আর আদালত হস্তক্ষেপ করবে না। পিআইএল-এ বলা হয়েছিল, ছবিটি মুক্তি পেলে দেশের আইন-শৃঙ্খলা, সম্পত্তি নষ্ট হতে পারে। এমনকি প্রাণনাশের ঘটনাও ঘটতে পারে। সেই দাবি মানতে নারাজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র নিয়ে গঠিত বিচারপতি এ.এম খানউইলকার এবং ডি.ওয়াই চন্দ্রচূড় বিশিষ্ট ডিভিশন বেঞ্চ। দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখা তাঁদের দায়িত্ব নয়, সেটা সরকারের দায়। এদিকে গতকাল সুপ্রিম কোর্ট ছবি মুক্তিতে ছাড়পত্র দেওয়ার পরই বিহারের মজফ্ফরপুরে একটি হলে ভাঙচুর করে, পদ্মবতের পোস্টার ছেঁড়া হয়। আপাতত ২৫ জানুয়ারি মুক্তির দিন ধার্য হয়েছে বনশালির এই বিতর্কিত ছবিটির। ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, শাহিদ কপূর, রণবীর সিংহ। শ্যুটিং শুরুর পর থেকেই ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।