নয়াদিল্লি: প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ 'পদ্মাবতী' থেকে বেশ কিছু দৃশ্য ছেঁটে দেওয়ার আবেদন জানিয়ে পেশ হওয়া পিটিশন খারিজ করে দিল। দৃশ্যগুলি আপত্তিকর বলে দাবি করা হয় পিটিশনে। ছবিটি এখনও সিবিএফসি-র ছাড়পত্রই পায়নি বলে বেঞ্চকে জানানো হলে বিচারপতিরা বলেন, এই অবস্থায় আমরা এই রিট পিটিশনের ব্যাপারে হস্তক্ষেপ করলে তা আগেই মতামত দেওয়া হয়ে যাবে। সেটা আমরা করতে চাই না। এখন তার সময় হয়নি।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
'পদ্মাবতী' নিষিদ্ধ করার দাবির ব্যাপারে বেঞ্চ বলে, সেন্সর বোর্ডের একটা ভূমিকা আছে। সেটা সুপ্রিম কোর্ট পালন করতে পারে না। সেন্সর বোর্ড যে ছবিকে ছাড়পত্র দেয়নি, আদালত কেন তার মুক্তি বন্ধে হস্তক্ষেপ করবে?
ছবিটি সেন্সর বোর্ড সার্টিফিকেট না দিলেও তার গানগুলি এর মধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে বলে জানিয়ে আবেদনকারী আইনজীবী এম এল শর্মা দাবি করেন, ছবির যে দৃশ্যগুলিতে রানি পদ্মাবতীর চরিত্র হননের অভিযোগ উঠেছে, সেগুলি বাদ দেওয়ার নির্দেশ দিক বেঞ্চ। কেন্দ্র, ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি, ছবির নির্মাতা সংস্থা ভায়াকস ১৮-র চেয়ারম্যান মুকেশ অম্বানি ও কেন্দ্রীয় ফিল্ম সেন্সর বোর্ডকে নির্দেশ দেওয়ার দাবি করেন শর্মা।
ভায়াকম ১৮-র পক্ষে আইনজীবী হরিশ সালভে পদ্মাবতীর মুক্তিতে হস্তক্ষেপ না করার আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে পেশ করা ক্যাভিয়েটে। গতকালই ভায়াকম ১৮ বিতর্কের মধ্যেই রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন, শাহিদ কপূর অভিনীত ছবিটির আনুষ্ঠানিক প্রকাশ স্থগিত ঘোষণা করে।