নয়াদিল্লি: আধার কার্ডের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক মামলায় রায় ঘোষণা স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার, প্রধান বিচারপতি দীপক কুমার মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ-সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই মামলার সঙ্গে জড়িত সবপক্ষকে নির্দেশ দিয়েছে নিজ নিজ দাবি লিখিত আকারে আদালতের সামনে পেশ করতে।
গত চারমাসে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে ৩৮ দিন শুনানি হয়েছে আধার-মামলার। প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চে রয়েছেন বিচারপতি এ কে সিকরি, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অশোক ভূষণ।
বাদী ও বিবাদী পক্ষের হয়ে তাবড় তাবড় আইনজীবীরা সওয়াল-জবাবে অংশ নিয়েছেন। একদিকে, সরকারের তরফে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। অন্যদিকে, বিভিন্ন পক্ষের হয়ে উত্তীর্ণ হন কপিল সিব্বল, পি চিদম্বরম, রাকেশ দ্বিবেদী, শ্যাম দিবান এবং অরবিন্দ দাতারের মতো দুঁদে আইনজীবীরা।
এই চারমাসের শুনানিতে আধার নম্বরের সঙ্গে মোবাইল ফোনের সংযুক্তিকরণের সিদ্ধান্তকে সমর্থন করে গিয়েছে কেন্দ্র। এক্ষেত্রে, সরকারের যুক্তি, মোবাইল ব্যবহারকারীদের চিহ্নিতকরণ না করা হলে, এক সময় আদালত অবমাননার অভিযোগ তাদের বিরুদ্ধে উঠত।
জবাবে, শীর্ষ আদালত জানায়, আদালতের রায়ের অপব্যাখ্যা করেছে সরকার। আদালতের নির্দেশকে হাতিয়ার করে মোবাইল ব্যবহারকারীদের কাছে আধারকে ‘বাধ্যতামূলক’ করা হয়েছে। পাশাপাশি, সর্বোচ্চ আদালত এ-ও জানিয়েছে, যেভাবে ২০১৬ আধার আইনকে অর্থ বিল হিসেবে দেখিয়েছে কেন্দ্র, তা সমর্থনযোগ্য নয়।
প্রসঙ্গত, আধারের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেন কর্নাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কে এস পুত্তাস্বামী সহ অন্যান্যরা।