নয়াদিল্লি: নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত চারজনের মধ্যে দু’জন এই রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও, সে বিষয়ে নির্দেশ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর ভানুমতি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ বলেছে, দিল্লি পুলিশের আইনজীবী সিদ্ধার্থ লুথরা এবং সাজাপ্রাপ্ত বিনয় শর্মা ও পবন গুপ্তর আইনজীবী এ পি সিংহকে আগামী মঙ্গলবার লিখিত আবেদন জানাতে হবে।
এই মামলায় মুকেশ, পবন, বিনয় ও অক্ষয় কুমার সিংহর মৃত্যুদণ্ডের সাজা দেয় নিম্ন আদালত ও দিল্লি হাইকোর্ট। গত বছরের ৫ মে এই সাজা বহাল রাখে সুপ্রিম কোর্ট। মুকেশ ও অক্ষয়ও এর আগে এই রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়েছিল। সে বিষয়েও কোনও নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। এই মামলায় অভিযুক্ত বাকি দু’জনের মধ্যে রাম সিংহ তিহাড় জেলে আত্মহত্যা করে। এক নাবালক তিন বছর হোমে থাকার পর মুক্তি পেয়েছে।
নির্ভয়া মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত দু’জনের রায় পুনর্বিবেচনার আবেদন, নির্দেশ স্থগিত সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
04 May 2018 05:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -