নয়াদিল্লি: দেশের সমস্ত আআইটি-তে ভর্তি সংক্রান্ত কাউন্সেলিং শুরু করা থেকে অবিলম্বে বিরত থাকার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে, কোনওরকম কাউন্সেলিং ও ভর্তি সংক্রান্ত রিট পিটিশন গ্রহণ না করার জন্য হাইকোর্টগুলিকেও নির্দেশ দিয়েছে বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানউইলকরের ডিভিশন বেঞ্চ।
গতমাসে, আইআইটি পরীক্ষার্থী ঐশ্বর্য অগ্রবাল শীর্ষ আদালতে চলতি বছরের আইআইটি-জেইই মেধাতালিকা খারিজ করার আবেদন করেন। তাঁর দাবি, যে সকল পরীক্ষার্থীরা জেইই (অ্যাডভান্সড) পরীক্ষায় বসেন, তাঁদের বোনাস নম্বর দেওয়া হয়েছে।
আবেদনকারীর মতে, এতে তাঁর ও অন্য পরীক্ষার্থীর অধিকার খর্ব হয়েছে। ভুল প্রশ্নের জন্য যাঁরা সঠিক উত্তর দিয়েছেন, তাঁদেরও নম্বর দিয়ে নতুন সর্বভারতীয় মেধাতালিকা তৈরি করতে যাতে আদালত নির্দেশ দেয়, তারও আবেদন করেন ওই পরীক্ষার্থী।
একইভাবে, দেশের বিভিন্ন হাইকোর্টেও একই আবেদনে মামলা দায়ের করা হয়। যার জেরে গত ৩০ জুন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। আর এদিন, ভর্তি প্রক্রিয়ার কাউন্সেলিং এবং অন্যান্য প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ জারি করল শীর্ষ আদালত। একইসঙ্গে, এই ইস্যুতে বিভিন্ন হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছে, তা বিস্তারিত তথ্যও চেয়েছে সুপ্রিম কোর্ট।
মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই।