নয়াদিল্লি: মেডিক্যাল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির আবেদন খারিজ করে সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, দেশে এমবিবিএস-এ ভর্তি হওয়া যাবে এক মাত্র ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা এনইইটি -র মাধ্যমে। পরীক্ষা হবে নির্দিষ্ট দিনেই। রাজ্যে মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স হওয়ার কথা আগামী ১৭ মে। সেই মতো ফর্ম ফিলআপও করে ফেলেছেন পরীক্ষার্থীরা। কিন্তু বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এবার রাজ্যভিত্তিক কোনও পরীক্ষা হবে না। এমবিবিএস-এ ভর্তি হতে গেলে বসতে হবে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা NEET-তে। দু’দফায় এবার সেই পরীক্ষা হবে ১ মে এবং ২৪ জুলাই। দু’টি পরীক্ষারই ফল প্রকাশিত হবে ১৭ অগাস্ট। এই প্রেক্ষিতে এদিন কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে আবেদনে জানানো হয়, চলতি শিক্ষাবর্ষের জন্য MBBS ও BDS কোর্সে ভর্তির প্রবেশিকা নেওয়ার জন্য রাজ্য সরকার ও বেসরকারি কলেজগুলিকে অনুমতি দেওয়া হোক। পাশাপাশি, বৃহস্পতিবারের নির্দেশ পুনর্বিবেচনা করুক আদালত। কিন্তু শুক্রবার সেই আর্জি খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে স্বাস্থ্য দফতরের মতামত চেয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। জয়েন্ট এন্ট্রাস বোর্ড জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেওয়া হবে।