নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেল রাজ্য। সোমবার এক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা নিতে পারবে না রাজ্য। দিতে হবে অভিন্ন সর্বভারতীয় পরীক্ষাই। এর ফলে, অনিশ্চিত হয়ে পড়ল প্রায় ৮৫ হাজার পড়ুয়ার ভবিষ্যৎ।
বিতর্কের সূত্রপাত মেডিক্যাল জয়েন্ট নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে। যাবতীয় আবেদন বাতিল করে সম্প্রতি সর্বোচ্চ আদালত জানায়, সারা দেশে একটিই অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে। এনিয়ে শুরু হয় টানাপোড়েন। বেশ কয়েকটি রাজ্য চলতি বছরের জন্য আলাদাভাবে মেডিক্যাল জয়েন্ট নেওয়ার আবেদন জানায়।
পড়ুয়াদের কথা ভেবে চলতি বছরের জন্য রাজ্যের তরফে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার আর্জিতে সায় দিয়েছে কেন্দ্র ও মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়াও। আর্জি পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয় শীর্ষ আদালতে। কিন্তু, এদিন রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট।  আদালত জানিয়ে দেয়, দেশজুড়ে অভিন্ন প্রবেশিকার বা ‘নিট’-এর মাধ্যমেই ভর্তি। যারা ১ মে অভিন্ন প্রবেশিকায় বসেছেন, তাঁরা ২৭ জুলাইয়ের পরীক্ষাতেও বসতে পারবেন। তার জন্য প্রথম পরীক্ষার প্রার্থীপদ বাতিল ঘোষণা করতে হবে পরীক্ষার্থীকে। সর্বোচ্চ আদালতের রায় অথৈ জলে রাজ্যের পড়ুয়ারা।

আরও পড়ুন:

মেডিক্যালে ভর্তি: সরকারি কলেজের জন্য রাজ্যস্তরে পরীক্ষার অনুমতি দিতে পারে সুপ্রিম কোর্ট

জয়েন্ট জটিলতা: ডিএসও-র স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার স্বাস্থ্যভবনে

মেডিক্যাল জয়েন্ট প্রবেশিকা নিয়ে ধোঁয়াশা অব্যাহত, সুপ্রিম কোর্টে শুনানি আগামীকাল