নয়াদিল্লি: জুনেইদ খান হত্যা মামলায় সিবিআই তদন্তের দাবির প্রেক্ষিতে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি ক্যুরিয়েন জোসেফ ও বিচারপতি এম এম শান্তনাগৌদারের নেতৃ্ত্বাধীন ডিভিশন বেঞ্চ পরবর্তী নির্দেশ পর্যন্ত মামলার অগ্রগতি স্থগিত রাখার নির্দেশ দেয়।
গত বছরের জুন মাসে উত্তরপ্রদেশের বল্লবগড়ে চলন্ত ট্রেনে ১৭ বছরের জুনেইদকে হত্যা করে কয়েকজন দুষ্কৃতী। দিল্লিতে কেনাকাটা করে মথুরাগামী ট্রেনে চেপে ভাই ও আত্মীয়দের সঙ্গে খন্ডওয়ালী গ্রামে ফিরছিল জুনেইদ।
অভিযোগ, তার কাছে গোমাংস রয়েছে এই দাবি করে কয়েকজন সহযাত্রী জুনেইদের ওপর চড়াও হয়। হাতাহাতি চলাকালীন একজন ছুরি দিয়ে জুনেইদকে হত্যা করে। পরে, তার শরীর ফরিদাবাদ জেলার আসাওতি গ্রামের কাছে ফেলে দেওয়া হয়।
এই ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ হয়। ফরিদাবাদ আদালতে হত্যার মামলা শুরু হলেও, জুনেইদের বাবা সিবিআই তদন্ত দাবি করে উচ্চ আদালতের দ্বারস্থ হন। গত বছরের অক্টোবর মাসে তিনি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে আবেদন করেন।
কিন্তু, নভেম্বর মাসে তাঁর সেই আবেদন খারিজ করে হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নেন তিনি। সেখানে তিনি এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ঘৃণা-বিদ্বেষ প্রসূত অপরাধের ধারা দায়ের করা হোক বলেও আবেদন জানান।