নয়াদিল্লি: গোরক্ষকদের নিষিদ্ধ করার আর্জি জানিয়ে দায়ের করা আর্জির পরিপ্রেক্ষিতে রাজস্থান-সহ ৬ রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের। তিন সপ্তাহের মধ্যে রাজ্যগুলির জবাব তলব করা হয়েছে। সমাজকর্মী তহসিন এস পুনাওয়ালা গো-রক্ষকদের নিষিদ্ধ করার জন্য সর্বোচ্চ আদালতে আবেদন জানান। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানউইলকরের বেঞ্চ রাজস্থান ছাড়াও উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, কর্ণাটক ও ঝাড়খণ্ডকে নোটিস জারি করে। শুনানির সময় আবেদনকারীর আইনজীবী রাজস্থানের আলোয়ারকাণ্ডের কথা উল্লেখ করেন। উল্লেখ্য, কয়েকদিন আগে আলোয়ারে গরু পাচারকারী সন্দেহ এক ব্যক্তিকে গোরক্ষকরা পিটিয়ে মারে বলে অভিযোগ।
আবেদনকারী দাবি করেন, ওই রাজ্যগুলিতে গোরক্ষকরা হিংসার আশ্রয় নেওয়ায় সেখানকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক।
কেন্দ্র সরকারের পক্ষে সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার বলেন, ওই রাজ্যগুলিকে কোনও আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়নি। এরপরই সুপ্রিম কোর্ট ওই রাজ্যগুলিকে নোটিশ পাঠিয়েছে।
সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি ৩ মে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর এই আর্জি খতিয়ে দেখার ব্যাপারে রাজি হয়েছিল।
গোরক্ষকদের ওপর নিষেধাজ্ঞার আর্জি: ছয় রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের
ABP Ananda, web desk
Updated at:
07 Apr 2017 12:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -