নয়াদিল্লি: মধ্যপ্রদেশের সতনায় চার বছরের মেয়ের ধর্ষণে দোষী সাব্যস্ত স্কুল শিক্ষকের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। ২ মার্চ জব্বলপুর জেলে দোষী ঘোষিত মহেন্দ্র সিংহ গোন্ড নামে ওই শিক্ষকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতিদ্বয় এল নাগেশ্বর রাও, সঞ্জীব খন্নাকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ শুক্রবার বলেছে, পিটিশনারের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ওপর স্থগিতাদেশ থাকবে।
সরকারপক্ষের বক্তব্য, শিশুকন্যাটির ওপর এমন নারকীয় অত্যাচার হয়েছিল যে, তার অন্ত্র ঠিকঠাক জায়গায় ফিরে আসার জন্য তাকে কয়েক মাস পড়ে থাকতে হয় দিল্লির এইমস-এ। মরে গিয়েছে মনে করে ধর্ষণের পর তাকে ঝোপে ফেলে দিয়ে চলে গিয়েছিল অপরাধী। তার পরিবার খোঁজাখুঁজির পর অবশেষে যখন তাকে উদ্ধার করে, তখন তার শরীরে প্রাণটুকু ছিল মাত্র।
২০১৮-র ১৯ সেপ্টেম্বর গোন্ডকে ভারতীয় দণ্ডবিধিতে নতুন সংযোজিত ৩৭৬ (এ) (বি) ধারায় (১২ বছরের কম মেয়ের ধর্ষণ) দোষী গণ্য করে চরম সাজা দেয় নিম্ন আদালত। তা বহাল থাকে মধ্যপ্রদেশ হাইকোর্টে। তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন গোন্ড।