নয়াদিল্লি: কাঠুয়ায় এক শিশুকন্যার গণধর্ষণ ও খুনের মামলার শুনানিতে ৭ মে পর্যন্ত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দু মালহোত্রর বেঞ্চ বলেছে, আগামীকাল কাঠুয়ার একটি আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সেটা হবে না। ৭ মে পর্যন্ত এই মামলার যাবতীয় প্রক্রিয়া স্থগিত থাকবে।
এই মামলা জম্মু ও কাশ্মীর থেকে সরিয়ে চণ্ডীগড়ে নিয়ে যাওয়ার আর্জি জানানো হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্ট এই মামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। জম্মু ও কাশ্মীর সরকার এই মামলা অন্য রাজ্যে সরানোর বিরোধিতা করেছে। জম্মু ও কাশ্মীর সরকারের বক্তব্য, তাদের রাজ্যে আলাদা দণ্ডবিধি রয়েছে। অন্য রাজ্যে মামলা সরে গেলে সাক্ষীদের অসুবিধা হবে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।
এই মামলা চণ্ডীগড়ে সরানোর পাশাপাশি তদন্তভার জম্মু ও কাশ্মীর পুলিশের কাছ থেকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ারও আবেদন জানানো হয়েছে। নির্যাতিতার বাবা অবশ্য এই মামলার তদন্তভার সিবিআই-কে দেওয়ার বিরোধিতা করেছেন। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, সবরকম সাহায্য করা হবে।
৭ মে পর্যন্ত কাঠুয়া মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
27 Apr 2018 08:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -