নয়াদিল্লি: অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশে মাদ্রাজ হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সিবিএসই-র আবেদনে সাড়া দিয়ে আজ সুপ্রিম কোর্ট বলেছে, ২৬ জুনের আগে ফল প্রকাশ করতে হবে। এ বিষয়ে কোনও হাইকোর্টে আর শুনানি হবে না। পূর্বনির্ধারিত দিনেই ফল প্রকাশ করতে হবে। এছাড়া কাউন্সেলিং এবং ভর্তির ব্যবস্থাও নির্দিষ্ট সময়েই করতে হবে।

গত ২৪ মে মাদ্রাজ হাইকোর্ট অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশে স্থগিতাদেশ জারি করে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিএসই। সুপ্রিম কোর্ট বলেছে, দু সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

এবার অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন ১১.৩৮ লক্ষ ছাত্র-ছাত্রী। এ মাসের ৮ তারিখ ফল প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় ফল প্রকাশে জটিলতা দেখা দেয়। শেষপর্যন্ত অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে ফল প্রকাশিত হতে চলেছে।