নয়াদিল্লি: তিন তালাক কি মুসলিমদের ধর্মের একেবারে মৌলিক, অবিচ্ছেদ্য বিষয়, এই প্রথা কি ইসলামের মূলে রয়েছে, সেটাই খতিয়ে দেখা হবে বলে জানাল সুপ্রিম কোর্ট। সংবিধানে সুরক্ষিত, প্রয়োগযোগ্য ধর্মাচরণের মৌলিক অধিকারের মধ্যে এই প্রথা পড়ে কি না, তাও বিচার করে দেখবে সর্বোচ্চ আদালতের ৫ বিচারপতির বেঞ্চ। বৃহস্পতিবারই শীর্ষ আদালতে তালাক মামলার শুনানি শুরু করেছে প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সংবিধান বেঞ্চ। তিন তালাক প্রথাকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ হওয়া একগুচ্ছ পিটিশনের শুনানি চলবে সাতদিন ধরে। তিন তালাক, নিকাহ হালালা মুসলিম মেয়েদের সমানাধিকার, মর্যাদা সহকারে বেঁচে থাকার অধিকারের পরিপন্থী এবং সংবিধানের ২৫ (১) অনুচ্ছেদে নিজস্ব ধর্মাচরণ, ধর্মপ্রচারের যে অধিকার সুরক্ষিত আছে, তার মধ্যে পড়ে না, এই বক্তব্য জানিয়ে পিটিশন পেশ হয়েছে শীর্ষ আদালতে। তবে বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, মুসলিমদের মধ্যে বহুগামিতা বা বহুবিবাহের ইস্যুটি পরীক্ষা করে দেখা হবে না, যেহেতু তিন তালাকের সঙ্গে এর সম্পর্ক নেই। এদিন গোড়াতেই প্রধান বিচারপতি খেহর বলেন, বিষয়টিকে তিনটি মূল কথায় বোঝাতে চাইছি। প্রথমত, তিন তালাক ইসলামের অবিচ্ছেদ্য বিষয় কিনা, যদি মৌলিক, অবিচ্ছেদ্য হয়, তবে দেখতে হবে, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি কিনা। দ্বিতীয়ত, এই প্রথা ধর্মীয় সংস্কারমূলক কিনা। তৃতীয়ত, কোনও প্রয়োগযোগ্য মৌলিক অধিকার এই প্রথার ফলে লঙ্ঘিত হচ্ছে কিনা। মামলার প্রতিটি পক্ষ বেঞ্চ নির্ধারিত প্রশ্নগুলি নিয়ে দু দিন করে বলার সুযোগ পাবে, একদিন বরাদ্দ থাকবে পাল্টা বক্তব্য পেশের, জানিয়েছে শীর্ষ আদালত। কোনও পক্ষই বক্তব্যের পুনরাবৃত্তি করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে বেঞ্চ। বলেছে, প্রতিটি পক্ষই তার যা বলার, বলবে বা তার স্বপক্ষে যুক্তি পেশ করবে, তবে আগের কথা ফের বলতে পারবে না। তাদের শুধু তিন তালাক বৈধ, গ্রাহ্য কিনা, তাতেই গুরুত্ব দিতে হবে। কেউ একই কথার পুনরাবৃত্তি করলেই থামিয়ে দেবে বেঞ্চ।