নয়াদিল্লি: আলওয়ারে সম্প্রতি গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় রাজস্থান সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মহাত্মা গাঁধীর প্রপৌত্র তুষার গাঁধী ও কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালা। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও গণপিটুনি ও গো-রক্ষার ঘটনা দেখা যাচ্ছে। তাই এই নির্দেশ মানার জন্য নির্দেশিকা জারি করতে হবে। নির্দেশ অমান্য করায় রাজস্থান সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, ২৮ অগাস্ট এই আবেদনের শুনানি হবে।
শনিবার আলওয়ারে গরু পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারে জনতা। এই ঘটনা নিয়ে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। বিরোধী দলগুলি কেন্দ্র ও রাজস্থান সরকারের সমালোচনায় সরব। সুপ্রিম কোর্টও দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
এর আগে এ মাসের ১৭ তারিখ সুপ্রিম কোর্ট জানায়, জনগণের নিজেদের হাতে আইন তুলে নেওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা মেনে নেওয়া যায় না। গণপিটুনি রোখার জন্য নতুন আইন করার কথা ভাবতে হবে সংসদকে।
আলওয়ারের গণপিটুনি নিয়ে রাজস্থান সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদন, সুপ্রিম কোর্টে শুনানি ২৮ অগাস্ট
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jul 2018 02:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -