নয়াদিল্লি: ৫ রাজ্যের বিধানসভা ভোটের প্রাক্কালে ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ স্থগিত রাখার আর্জি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ পিটিশনের শুনানির দিন পিছিয়ে ২৩ জানুয়ারি অর্থাত্ সোমবার ধার্য করল সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি জে এস কেহর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সু্প্রিম কোর্টের বেঞ্চ জনস্বার্থ পিটিশনের সমর্থনে নথিপত্র চেয়েছিল, আইনি যুক্তিও পেশ করতে বলেছিল। এর পাশাপাশি পিটিশনের আবেদনকারী আইনজীবী এম এল শর্মার দেওয়া অতিরিক্ত হলফনামাও খতিয়ে দেখতে রাজি হয়েছে বেঞ্চ।
শর্মা জানিয়েছেন, তিনি সোমবার নিজেই সওয়াল করতে চান।
তাঁর পিটিশনে বলা হয়েছে, ২০১৭-২০১৮ আর্থিক বছর শুরু হচ্ছে ১ এপ্রিল থেকে। তাই ১ ফেব্রুয়ারির পরিবর্তে তখনই বাজেট পেশ করার নির্দেশ দেওয়া হোক কেন্দ্রকে।
পাশাপাশি পাঁচ রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত বাজেটে কোনও সুবিধা, প্রকল্প ঘোষণা করা থেকেও বিরত থাকতে বলা হোক কেন্দ্রকে, কেননা তাতে নির্বাচনী বিধিভঙ্গ করা হবে।
কেন্দ্র ইতিমধ্যেই ৩১ জানুয়ারি বাজেট অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে। পরদিনই ২০১৭-২০১৮ সালের বাজেট পেশ করবে বলে ঠিক করেছে সরকার।