নয়াদিল্লি: 'পদ্মাবত' সিনেমা নিয়ে চার বিজেপি শাসিত রাজ্য ও শ্রী রাষ্ট্রীয় রাজপুত কার্ণি সেনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা দুটি পৃথক পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।
'পদ্মাবত' সিনেমাটি দেশের সর্বত্র মুক্তির পাবে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই আদেশ লঙ্ঘনের অভিযোগে এই দুটি পিটিশন সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে।
একটি পিটিশন দায়ের করেছেন কংগ্রেস সমর্থক তেহসিন পুনাওয়ালা। পদ্মাবত সিনেমার মুক্তির প্রতিবাদে বিক্ষোভকারীদের মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় রাজস্থান, হরিয়ানা, গুজরাত ও মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে এই পিটিশন দায়ের করা হয়েছে।
একই ধরনের অন্য পিটিশনটি দায়ের করেছেন আইনজীবী বিনীত ঢান্দা। বিভিন্ন রাজ্যে সিনেমাটির বিরুদ্ধে হিংসাশ্রয়ী বিক্ষোভে জন্য পিটিশনে কার্নি সেনা ও সংগঠনের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরুর আর্জি জানানো হয়েছে পিটিশনে।
প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, আগামী সোমবার সমস্ত নতুন পিটিশনগুলির শুনানি হবে।
দুটি পিটিশনেই পদ্মাবত সিনেমা নিয়ে সুপ্রিম কোর্টের আগের রায়ের উল্লেখ করা হয়েছে। ওই রায়ে বলা হয়েছিল, সারা দেশজুড়েই মুক্তি পাবে পদ্মাবত।
প্রথমে আদালত 'পদ্মাবত'-এর মুক্তিতে স্থগিতাদেশ জারির আর্জিতে দায়ের করা বিভিন্ন পিটিশন খারিজ করে দিয়েছিল।
এরপর কয়েকটি রাজ্য 'পদ্মাবত'-এর মুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করায় সিনেমার প্রযোজক সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গত ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট এই নিষেধাজ্ঞা খারিজ করে দেয়। আদালত জানায়, সারা দেশেই মুক্তি পাবে পদ্মাবত।
এরপর রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকার ওই নির্দেশ প্রত্যাহারের দাবিতে আদালতের দ্বারস্থ হয়। কিন্তু গত ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্ট ওই আর্জিও নাকচ করে দেয়।
'পদ্মাবত' ঘিরে হিংসা: চার রাজ্য ও কার্ণি সেনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জির শুনানি সোমবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jan 2018 12:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -