নয়াদিল্লি: কাশ্মীর উপত্যকায় পাথর ছোঁড়ার জবাবে পেলেট গানের ব্যবহারে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে পেশ করা পিটিশনের শুনানি গরমের ছুটি পর্যন্ত পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। পিটিশনটি পেশ করেছে শ্রীনগরের জম্মু ও কাশ্মীর বার অ্যাসোসিয়েশন।
প্রধান বিচারপতি জে এস খেহার, বিচারপতি পি সি ঘোষ ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, বার অ্যাসোসিয়েশন এই সময়টাকে কাজে লাগিয়ে কোনও সমাধানসূত্র নিয়ে আসতে পারলে গরমের ছুটির পর শুনানি চালানো ঠিক হবে। বেঞ্চ বলে, আমরা ভেবেছি, আপনাদের কাছে কোনও সমাধান না থাকলে কিছুটা সময় আমরা অপেক্ষা করব। হয়ত গরমের ছুটির পর অন্য কোনও প্রস্তাব, সূত্র হাজির করে আপনারা আরও ভাল ভাবে সাহায্য করতে পারবেন।
গত ২৮ এপ্রিল শেষ যেদিন শুনানি হয়েছিল, সেদিন কেন্দ্র শীর্ষ আদালতে জানিয়ে দিয়েছিল, স্বাভাবিক পরিস্থিতি পুনরুদ্ধারে আলোচনা হতে পারে একমাত্র স্বীকৃত, বৈধ পক্ষগুলির সঙ্গেই, কাশ্মীর উপত্যকায় যারা আজাদির স্লোগান দেয় বা কাশ্মীরের ভারতভুক্তি নিয়ে প্রশ্ন তোলে, সেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কোনও কথাই হতে পারে না।
শীর্ষ আদালত সেদিন পেলেট গানের বিরোধী বার অ্যাসোসিয়েশনকে বলেছিল, সঙ্কট পেরতে প্রথম পদক্ষেপ হিসাবে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসার উদ্যোগ নিক তারাই। উপত্যকায় রাস্তায় রাস্তায় বিক্ষোভ, পাথর ছোঁড়া সহ সামগ্রিক অস্থিরতা দূর করতে তাদের প্রস্তাব দিতে বলেছিল তারা।
পেলেট গানে নিষেধাজ্ঞার আর্জি: গরমের ছুটি পর্যন্ত শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
09 May 2017 08:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -