নয়াদিল্লি: বাতিল নোট বদলের জন্য বাড়তি সময় দেওয়ার আর্জি জানিয়ে দায়ের একগুচ্ছ পিটিশনের শুনানি গ্রীষ্মবকাশের পর হবে বলে জানাল সু্প্রিম কোর্ট।


প্রধান বিচারপতি জে এস খেহর , বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এস কে কাউলকে নিয়ে গঠিত বেঞ্চ মামলার পরবর্তী শুনানি গরমের ছুটির পর হবে বলে জানিয়েছে। এই মামলার শুনানিতে আবেদনকারীদের আইনজীবীরা কেন্দ্র সরকারের বক্তব্যের জবাব দেওয়ার জন্য সময় চাইলে আদালত এই সিদ্ধান্ত নেয়।

কেন্দ্র সম্প্রতি আদালতে বলেছে, বাতিল নোট বদলের সময়সীমা গত বছরের ৩০ ডিসেম্বরের পর আর না বাড়ানোর ব্যাপারে 'সচেতনভাবে সিদ্ধান্ত' নেওয়া হয়েছে। কেন্দ্র আরও বলেছে, এই সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে সরকারের কাছে কোনও আইনি বাধ্যবাধকতা নেই।

বেশ কয়েকজন ব্যক্তি ও সংস্থার বাতিল নোট বদলের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছে দায়ের করা পিটিশনের জবাবে হলফনামায়  কেন্দ্র ওই বক্তব্য রেখেছে। পিটিশনগুলিতে অনাবাসী ভারতীয় ও নোট বাতিলের সময় বিদেশে থাকা ভারতীয়দের জন্য যে রকম বাড়তি সময় দেওয়া হয়েছিল, সেইভাবেই বাড়তি সময় চাওয়া হয়।