নয়াদিল্লি: মুসলিম সংগঠনের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হল, অযোধ্যা মামলাটি কোনও বৃহত্তর বেঞ্চে পাঠানো হোক, কারণ তা মুসলিম সমাজে বহুবিবাহের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুসলিম পুরুষদের এক স্ত্রী থাকতেও ফের বিয়ে করার বিষয়টি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে পাঠানো হয়েছে। শুক্রবার প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালতের বেঞ্চে মুসলিম সংগঠনটির তরফে সিনিয়র আইনজীবী রাজীব ধবন সওয়াল করেন, অযোধ্যা জমি বিতর্ক মুসলিমদের মধ্যে বহুবিবাহের সমস্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী কে পরাশরণ আবেদনের বিরোধিতা করে বলেন, কোন বেঞ্চ মামলাটি শুনবে, সেটা ঠিক করার অধিকার শুধু সর্বোচ্চ আদালতের। ধবনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, মামলার সব পক্ষের কথা শোনার পর অযোধ্যা মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের বিবেচনায় রয়েছে মোট ১৪টি আবেদন, যেগুলি জমা পড়েছে চারটি দেওয়ানি মামলার ওপর এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে। শ্যাম বেনেগাল, তিস্তা শেতলবাদের মতো সমাজকর্মীরা এর আগে গুরুত্বপূর্ণ বাবরি মসজিদ-রাম জন্মভূমি জমি বিতর্ক মামলায় হস্তক্ষেপের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তাঁদের নিরাশ করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, একমাত্র মূল মামলার সংশ্লিষ্ট পক্ষগুলিকেই নিজ নিজ যুক্তি পেশ করে সওয়ালের অনুমতি দেওয়া হবে। এলাহাবাদ হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ ২-১ সংখ্যাগরিষ্ঠ রায়ে ২০১০ সালে নির্দেশ দিয়েছিল, অযোধ্যার বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখাড়া ও রাম লালা-এই সংশ্লিষ্ট তিন পক্ষের মধ্যে ভাগ করে দিতে হবে। তার বিরুদ্ধেই আবেদন জমা পড়ে।