নয়াদিল্লি: আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের নামের সঙ্গে বহু বিতর্ক রয়েছে। কিন্তু বিতর্কের পাশাপাশি এবার চন্দনের সুগন্ধও জড়িয়ে থাকবে ওঁর নামে। কারণ মহম্মদ সাব্রিন নামে এক আতর বিক্রেতা নতুন একটি সুগন্ধী এনেছেন, নাম ইন্দ্রেশ।
দিল্লির এই আতর বিক্রেতার বক্তব্য, ইন্দ্রেশ কুমারের থেকে তিনি গভীরভাবে প্রভাবিত। তাই তাঁর নামে চন্দনের গুঁড়ো দিয়ে একটি আতর তৈরি করেছেন তিনি। এই চন্দনের গন্ধ ইন্দ্রেশ কুমারের খুব পছন্দ, পাশাপাশি গোলাপের পাপড়িও রয়েছে।
অক্টোবরে ইন্দ্রেশ কুমারই প্রকাশ্যে আনবেন তাঁর নামের আতর। তবে তা বিক্রির জন্য নয়, যে সব অনুষ্ঠানে ওই আরএসএস নেতা আমন্ত্রিত হন, সে সব জায়গায় সাব্রিন বিনা মূল্যে বিলি করেন তাঁর ইন্দ্রেশ আতর। এর আগে তিনি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে আতর বানিয়েছিলেন, নাম রেখেছিলেন কালাম। ইন্দ্রেশ কোনও মানুষের সম্মানে প্রস্তুত তাঁর দ্বিতীয় আতর।
ইন্দ্রেশ কুমারকে নিয়ে বিতর্ক অবশ্য কম নেই। ২০০৭-এর আজমির বিস্ফোরণের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল, পরে অবশ্য অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়। মুসলমানদের গরু না খেয়ে গরুর দুধে রোজা ভাঙারও পরামর্শ দেন তিনি।
আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের নামে সুগন্ধী আনলেন ভিনধর্মী এই আতর বিক্রেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2017 02:45 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -