নয়াদিল্লি: বাজেটে নতুন স্বাস্থ্যবিমা প্রকল্প ঘোষণা করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি ট্যুইট করে বলেছেন, ‘টাকা ছাড়া প্রকল্প সুতো ছাড়া ঘুড়ি ওড়ানোর মতো বিষয়। যে ঘুড়ি ওড়াচ্ছে সে বলবে ঘুড়ি উড়ছে, কিন্তু ঘুড়ি উড়বে না।’



গতকাল বাজেট পেশ হওয়ার পর অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কটাক্ষ করে বাজেটকে ‘জুমলা’ বলে দাবি করেন চিদম্বরম। আজ জেটলি স্বাস্থ্যবিমা প্রকল্পের জন্য ভবিষ্যতে টাকা সংগ্রহ করার কথা বলার পরে ফের তাঁকে কটাক্ষ করে ট্যুইটে চিদম্বরম লিখেছেন, ‘গতকাল আমি নতুন স্বাস্থ্যবিমা প্রকল্পকে জুমলা বলেছিলাম। কারণ, বাজেটে এই প্রকল্পের জন্য অর্থের সংস্থান করা হয়নি। আজ অর্থমন্ত্রী স্বীকার করেছেন, টাকার ব্যবস্থা করা হয়নি। তিনি ভবিষ্যতে টাকা সংগ্রহ করা করবেন।’