শ্রীনগর: কাশ্মীরে পুড়ল আরও এক স্কুল। শনিবার বান্দিপোরার একটি স্কুলে আগুন লাগার ঘটনা ঘটে। অশান্ত কাশ্মীরে এই নিয়ে এখনও পর্যন্ত ৩২ টি স্কুলে অগ্নিসংযোগোর ঘটনা ঘটল। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বান্দিপোরার সইদনারায় সরকারি স্কুলে আজ আগুন লাগে।তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তাই ক্ষতির হাত থেকে বাঁচানো গিয়েছে স্কুল-বিল্ডিংটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, গত ৮ জুলাই হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকার পরিস্থিতি। সংঘর্ষে মৃত্যু হয় বহু নিরাপত্তারক্ষী এবং বিক্ষোভকারীর। অগ্নি সংযোগের ঘটনা ঘটে একের পর এক স্কুলে।