প্রধান শিক্ষককে গুলিতে খুন, গণপ্রহারে মৃত এক আততায়ী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Apr 2016 11:29 AM (IST)
বাগপত: উত্তরপ্রদেশে একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে তাঁর দফতরে ঢুকে গুলি করে খুন করল তিনজন। ওই তিন খুনির মধ্যে একজনকে ধরে ফেলে পিটিয়ে মারল জনতা। বাকি দুজন পলাতক। বাগপতের পুলিশ সুপার রবিশঙ্কর চাভি জানিয়েছেন, নিহত শিক্ষকের নাম সত্যপ্রকাশ শর্মা (৪৭)। তিনি খিন্দাদুয়া গ্রামের একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আজ সকালে তিন দুষ্কৃতী তাঁর দফতরে ঢুকে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সত্যপ্রকাশের। পারিবারিক গণ্ডগোলের জেরেই এই খুন। গণপ্রহারে নিহত দুষ্কৃতীর নাম রাহুল ওরফে ভুরা। মৃত্যুর আগে দুই সঙ্গীর নামও বলেছে রাহুল। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।