এলাহাবাদ (উত্তরপ্রদেশ): স্বাধীনতা দিবসের দিন জাতীয় সঙ্গীত নিষিদ্ধ করার অভিযোগে গ্রেফতার এলাহাবাদের কনভেন্ট স্কুলের ম্যানেজার। সিল করে দেওয়া হয়েছে স্কুলটি।


পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জাতীয় সংগীতের অপমানের অভিযোগে বাঘারা এলাকার ওই কনভেন্ট স্কুলের ম্যানেজার জিয়া-উল-হককে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কীভাবে দুই দশক ধরে স্কুলটি চলছে, সে ব্যাপারেও তদন্ত শুরু হয়েছে।

স্কুলটির বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিজেপি। বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু যুব বাহিনীর স্থানীয় শাখা স্কুল বন্ধের দাবিতে বিক্ষোভও দেখায়।

এলাহাবাদের জেলা শাসক আন্দ্রা ভামসে জানিয়েছেন, ওই স্কুলের প্রায় ৩০০ পড়ুয়াকে অন্য স্কুলে ভর্তি নেওয়ার আর্জি জানিয়েছে শিক্ষা দফতর। যাতে ওই পড়ুয়াদের কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়।

প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় সঙ্গীত জনগণমন-র ‘ভারত ভাগ্য বিধাতা’ কথাগুলি নাকি ইসলামের ভাবনার বিরোধী, এহেন কারণ দেখিয়ে স্বাধীনতা দিবসের দিন জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না বলে জানিয়েছে উত্তরপ্রদেশের ওই স্কুল কর্তৃপক্ষ। প্রতিবাদে প্রিন্সিপাল সহ ৮ জন শিক্ষক পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের বাঘারা এলাকার এম এ কনভেন্ট স্কুলের বিরুদ্ধে তদন্তের শুরু হয়েছে। তাছাড়া স্কুলটি রাজ্যের শিক্ষা দপ্তরের অনুমোদনপ্রাপ্তও নয়। এই অভিযোগে দায়ের হয় এফআইআর।

ওই ম্যানেজার জানিয়েছেন, তিনি কোনওদিনই জাতীয় সংগীত গাননি। এমনকী স্কুল শুরুর সময়ও না।