কলকাতা: এনসিটিই-র নয়া বিধি মেনে নবম থেকে দ্বাদশে দুটি পৃথক পরীক্ষার ভাবনা স্কুল সার্ভিস কমিশনের। সরকারি সূত্রের খবর, সেক্ষেত্রে নবম ও দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ করতে একটি পরীক্ষা হবে। অন্যটি হবে একাদশ ও দ্বাদশের জন্য।
নবম ও দশম শ্রেণির শিক্ষক পদে আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা স্নাতকে পঞ্চাশ শতাংশ নম্বর এবং বিএড। একাদশ-দ্বাদশের ক্ষেত্রে লাগবে স্নাতকোত্তরে পঞ্চাশ শতাংশ নম্বর এবং বিএড। সূত্রে খবর, এ বিষয়ে শিক্ষা দফতরে প্রস্তাব পাঠাবে স্কুল সার্ভিস কমিশন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।