কান্নুর: জাতীয় পতাকা দিয়ে মুখ মোছার অভিযোগে গ্রেফতার শিক্ষক। কেরলের কান্নুর জেলার পায়াঙ্গাদির স্কুলে পড়ান ইরফান আলি নামে ওই শিক্ষক। বিহার থেকে সেখানে গিয়েছেন তিনি। অভিযোগ, গত ১৬ আগস্ট স্কুলে একটি ছোট পতাকা ভাঁজ করে তা দিয়ে মুখ মোছেন ইরফান
ঘটনাটি স্কুল কর্তৃপক্ষের গোচরে আনে এক পড়ুয়া। সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানানো হয়।
জাতীয় মর্যাদার অসম্মান রোধ আইনের ২ নম্বর অনুচ্ছেদের আওতায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাঁকে জামিন অযোগ্য অপরাধের অভিযোগে জেলে পোরা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় পতাকা দিয়ে মুখ মুছে গ্রেফতার শিক্ষক
Web Desk, ABP Ananda
Updated at:
31 Aug 2016 03:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -