নয়াদিল্লি: গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুল অধিগ্রহণ করতে পারে হরিয়ানা সরকার। শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট স্কুলে ইতিমধ্যেই নোটিশ জারি করেছে। স্কুলের জন্য নয়া গাইডলাইন তৈরি করতে আজ ডাকা হয়েছে বৈঠক। এরপর এই নতুন গাইডলাইন ঘোষণা করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী রামবিলাস শর্মা।
দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুম্ন ঠাকুর হত্যার জেরে আজ ও আগামীকালও বন্ধ থাকবে রায়ান ইন্টারন্যাশনাল। শোনা যাচ্ছে, স্কুল খুলবে সোমবার। গতকাল রায়ান স্কুলের শিক্ষকশিক্ষিকাদের ৮ ঘণ্টা জেরা করেছে পুলিশ। একইভাবে পরশুও ১৫-২০ জন শিক্ষককে ডেকে জেরা করা হয়।
এর মধ্যে রায়ান স্কুলের মালিকদের আগাম জামিন দিতে অস্বীকার করেছে বম্বে হাইকোর্ট। তবে আজ বিকেল ৫টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে তাঁদের গ্রেফতারি। হাইকোর্ট তাঁদের শর্ত দেয়, গতকাল রাত নটার মধ্যে নিজের নিজের পাসপোর্ট পুলিসের কাছে জমা দিতে হবে। তা না হলে নির্ধারিত সময়ের পর তাঁদের গ্রেফতার করতে পারবে পুলিশ।
প্রদ্যুম্ন হত্যা: সরকার অধিগ্রহণ করতে পারে রায়ান ইন্টারন্যাশনাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Sep 2017 10:02 AM (IST)
রায়ান কর্তারা
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -