নয়াদিল্লি: ফের ধোঁয়ার চাদরে ঢাকল রাজধানীর আকাশ। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে, পড়ুয়াদের আউটডোর অ্যাক্টিভিটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে স্কুলগুলি অভিভাবকদের নির্দেশ দিয়েছে বাচ্চাদের সর্বক্ষণ মাস্ক পরিয়ে রাখতে।
সদ্যপ্রকাশিত বাতাসের গুণমান সূচক অনুযায়ী, গত কয়েকদিনে দিল্লির বাতাস ‘তীব্র’ (বিপজ্জনক) বলে উল্লিখিত হয়েছে। এরপরই, দিল্লির সবস্কুল আগামী কয়েকদিন বন্ধ রাখতে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ইতিমধ্যেই, বুধবার প্রাথমিক স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন।
সময় নষ্ট না করে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে স্কুলগুলি। সংস্কৃতি স্কুলের তরফে পড়ুয়াদের অভিভাবকদের এক বিবৃতিতে বলা হয়েছে, দিল্লির বাতাসে উচ্চ দূষণমাত্রা ও প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির জন্য সকালের ক্রীড়া অনুশীলন আগামী কয়েকদিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে।
দীপাবলির পর বাতাসে উচ্চ দূষণের বিষয়টি মাথায় রেখে আউটডোর অ্যাক্টিভিটির মাত্রা সপ্তাহে একদিন করার নির্দেশ আগেই দিয়ে রেখেছে টেগোর ইন্টারন্যাশনাল স্কুল। মাউন্ট কারমেল স্কুল আবার অভিভাবকদের নির্দেশ দিয়েছে ছেলেমেয়েদের মাস্ক পরিয়ে পাঠাতে।
তবে, চিকিৎসকদের মতে, দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে মাস্ক যথেষ্ট নয়। এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া জানান, মাস্কের কার্যক্ষমতা প্রমাণিত নয়। নেজাল ফিল্টার ও এয়ার পিউরিফায়ার সাময়িক সমাধান হতে পারে। ফলে, পরিবেশ রক্ষার ওপর জোর দিতে হবে।
প্রসঙ্গত, প্রতিবছরই শীতকালে ঘন কুয়াশার সঙ্গে ধোঁয়া মিশে বিপজ্জনক ‘স্মগ’-এ ঢেকে যায় দিল্লির আকাশ। এই স্মগের ফলে অসুস্থ হন বহু মানুষ। শরীরে দেখা দেয় বিভিন্ন, বিশেষকরে শ্বাসজনিত রোগ।