নয়াদিল্লি:  আইআইটি সহ বেশ কিছু কেন্দ্রীয় সংস্থায় এমন কিছু কোর্স চালু আছে, যার চাহিদা কম। এবার সেই সমস্ত কোর্স বন্ধের নির্দেশ দিল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। মানবসম্পদ মন্ত্রক সূত্রে খবর, বিভিন্ন প্রতিষ্ঠানে এমন কিছু কোর্স চালু আছে, যাতে আবেদনের হার গত তিন বছরে বেশ কমেছে। সেই সমস্ত কোর্স বন্ধ করে তার জায়গায়, বাজারে চাকরির সুযোগ আছে এবং ছাত্রী-ছাত্রীদের মধ্যে চাহিদা বেশি এমন কোর্স চালু করতে হবে।

বৃহস্পতিবার রাজ্যসভায় একথা জানান মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী মহেন্দ্র নাথ পাণ্ডে। বাজারে সেভাবে চাহিদা নেই এমন কোর্সগুলোর ওপর সমীক্ষা চালাবে কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি। এরপর তারাই সিদ্ধান্ত নেবে নতুন কোন কোর্স চালু করা হবে, বা চালু কোন কোর্স সাময়িক সময়ের জন্যে বন্ধ রাখা হবে।