নয়াদিল্লি: দিল্লি পুলিশ গ্রেফতার করল পুষ্প শর্মা নামে এক সাংবাদিককে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তথ্য জানার অধিকার আইনে পাওয়া উত্তরকে বিকৃত করে মিল্লি গেজেট নামে এক পাক্ষিক ইংরেজি সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন তিনি, যাতে দাবি করা হয়েছে, নরেন্দ্র মোদী সরকার মুসলিমদের প্রতি বৈষম্য করছে, আয়ুশ মন্ত্রকে তাদের যোগ প্রশিক্ষকের পদে নিয়োগ করছে না, তাদের বঞ্চিত করছে।
প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর গত মার্চে দিল্লির ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এফআইআর হয়। তারপর শর্মাকে জেরা করে পুলিশ। টানা তিনদিন। তবে দিল্লির দয়ানন্দ কলোনির বাসিন্দা এই সাংবাদিককে গ্রেফতার করা হয় গতকাল।
শর্মা দাবি করেছিলেন, তিনি আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিত্সা, ইউনানি, সিদ্ধা, ও হোমিওপ্যাথি (আয়ুশ) মন্ত্রকের কাছে আরটিআই আবেদন পেশ করে জানতে চেয়েছিলেন, গত বছর বিশ্ব যোগ দিবসে বিদেশে অ্যাসাইনমেন্টে কতজন মুসলিম ট্রেনার, শিক্ষককে নিয়োগ করা হয়েছে। মন্ত্রক থেকে তাঁকে জবাবে জানানো হয়েছে, তাঁরা মুসলিমদের নিয়োগ করে না। তারপরই তিনি ওই প্রতিবেদন লেখেন। কিন্তু মন্ত্রকের তরফ থেকে দাবি করা হয়, ভুল কথা লিখেছেন পুষ্প। দেশের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিভেদ, ঘটানো, দূরত্ব, অবিশ্বাস ছড়ানোই তাঁর উদ্দেশ্য।
দিল্লির এক পুলিশ কর্তাও বলেছেন, প্রতারণা, জালিয়াতি, ধর্ম ও জাতপাতের নামে বিভেদ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই সাংবাদিককে।
আয়ুশ মন্ত্রক নিয়ে প্রতিবেদন, গ্রেফতার সাংবাদিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2016 04:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -