নয়াদিল্লি: সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার ঘনিয়ে আসে। বাতিস্তম্ভ তো নেই-ই, রাস্তার অবস্থাও বেহাল। এমন অবস্থায় পথচারীদের বিপদে পড়ার পাশাপাশি মা, বোনেদের নিরাপত্তাও বিপন্ন হওয়ার আশঙ্কা, ইভটিজিংয়ের ভয়। এমনই অবস্থা দক্ষিণ দিল্লি পৌরসভার আয়া নগর ওয়ার্ডের। নাগরিক পরিষেবার এই বেহাল ছবিটা পাল্টাতে এবার অভিনব উদ্যোগ নিয়েছেন সেখানকার কংগ্রেস পুরপ্রতিনিধি বেদ পাল। মেয়রকে চিঠি লিখে পৌরপিতা জানালেন, “হয় অর্থ জোগাড় করে বাতিস্তম্ভ বসানোর ব্যবস্থা করুন, নয়তো একজন কিডনি গ্রাহকের সন্ধান দিন।” নিজের একটি কিডনি বিক্রি করে অর্থ সংগ্রহের প্রস্তাব দিয়েছেন তিনি। দক্ষিণ দিল্লি পুরসভার মেয়রকে চিঠি লিখে এই কংগ্রেস কাউন্সিলর বলেছেন, “আমাদের কাছে অনেকদিন ধরেই ইভটিজিংয়ের অভিযোগ আসছে। অভিযোগকারিনীদের অনেকেই পুলিশের সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন। এছাড়া এখানে রাস্তা ও নিকাশির অবস্থাও বেহাল। মেয়রকে অনুরোধ করছি, আমার ওয়ার্ডের দিকে দয়া করে নজর দিন।”
কেউ তাঁর আবেদনে কান দিচ্ছেন না, সেজন্যই এমন অভিনব কায়দায় প্রতিবাদ জানাতে তিনি বাধ্য হলেন বলে জানিয়েছেন বেদ পাল।
তাঁর অভিযোগ, উন্নয়নে বাধা দিচ্ছেন দক্ষিণ দিল্লি পুরসভার কমিশনার। মাঝপথেই কাজে বাধা দেওয়া হয়েছে।
‘সন্ধ্যা নামলেই অন্ধকার, ইভটিজিংয়ের ভয়’, বাতিস্তম্ভের জন্য নিজের কিডনি বেচে টাকার ব্যবস্থা করতে চান দক্ষিণ দিল্লির পুর প্রতিনিধি!
Web Desk, ABP Ananda
Updated at:
21 Feb 2019 01:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -