জম্মু: ফের রেল দুর্ঘটনা। এবার ঘটনাস্থল জম্মু স্টেশন। শনিবার বিকেলে শিয়ালদাগামী এক্সপ্রেসের একটি ফাঁকা কামরা লাইনচ্যুত হয়। ট্রেনটিকে যখন ওয়াশিং এরিয়া থেকে প্ল্যাটফর্মে আনা হচ্ছিল, তখনই দুর্ঘটনা ঘটে। কী কারণে কামরাটি লাইনচ্যুত হল, সেটি খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।


জম্মু থেকে শিয়ালদাগামী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল শনিবার সন্ধে ৬.৫৫ মিনিটে। তবে দুর্ঘটনার কারণে ট্রেন ছাড়তে দেরি হবে বলে জানা গিয়েছে। লাইনচ্যুত হওয়া কামরাটির বদলে অন্য একটি কামরা জুড়ে রাত ১১.৩০ মিনিটে ট্রেনটি ছাড়বে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই দুর্ঘটনার ফলে অন্য কোনও ট্রেন ছাড়তে দেরি হয়নি।