জম্মু: জম্মু-কাশ্মীরের বায়ুসেনার ঘাঁটিতে ঢুকেছে ২ সন্দেহভাজন ব্যক্তি, এমন চাঞ্চল্যকর খবর পেয়ে রাতভর তল্লাশি চালাল নিরাপত্তারক্ষী বাহিনী।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তাঁদের কাছে খবর আসে গতকাল রাতে বিমানঘাঁটির পাঁচিল টপকে দুই ব্যক্তি ভিতরে প্রবেশ করেছে। এরপরই চিরুণি তল্লাশি শুরু করে পুলিশ এবং নিরাপত্তারক্ষী বাহিনী। তল্লাশির কাজে ব্যবহৃত হয় হেলিকপ্টার, সার্চ লাইট। একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

সূত্রের খবর, আজাদনগর এলাকার কাছেই ওই এয়ারপোর্টে পাঁচিল টপকে দুজনকে ঢুকতে দেখা গিয়েছে বলে জানায় স্থানীয় কিছু বাচ্চা। সেই খবর দ্রুত জানানো হয় পুলিশকে। এরপরই পুলিশ, বায়ু সেনা, সামরিক বাহিনী, সিআরপিএফ একসঙ্গে তল্লাশি অভিযান শুরু করে।

উল্লেখ্য, এর আগে মুম্বইতে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে কিছু ছাত্রের। তারা পুলিশে খবর দেয়। মুম্বইজুড়ে জারি হয় হাই অ্যালার্ট। কিন্তু শেষ পর্যন্ত তল্লাশিতে মেলেনি কিছু।