দেহরাদুন: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডে জোরকদমে চলছে উদ্ধারকার্য।
দুদিন আগে হওয়া ব্যাপক বৃষ্টি ও ধসের ফলে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এখনও প্রায় ২৫ জন নিখোঁজ। তাঁদের তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।
শুক্রবারের মেঘভাঙা বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পিথোরাগড় ও চামোলি। বহু রাস্তা ভেসে গিয়েছে। পাহাড় ধসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে পথ। সেখানেই উদ্ধার অভিযান চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), ইন্দো-তিব্বতীয় সীমান্ত বাহিনী (আইটিবিপি), সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং রাজ্য পুলিশ।
রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) অনিল রাতুরি জানান, কোনও দেহ উদ্ধার না হওয়ায় সরকারিভাবে তাঁদের এখনও মৃত ঘোষণা করা হয় নি। বস্তাদি, নৌলাদায় ব্যাপকহারে উদ্ধার অভিযান চলছে। বস্তাদিতেই ১৪ জন নিখোঁড রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ করা হচ্ছে। তবে, নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, পিথোরগড়ে একটি বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে থেকে এক বয়স্ক মহিলাকে জীবিত উদ্ধার করেছে সোনা জওয়ানরা।
উত্তরাখণ্ডে জোরকদমে চলছে উদ্ধারকার্য, এখনও নিখোঁজ ২৫
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jul 2016 12:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -