পাঠানকোট: হাই অ্যালার্টের মধ্যে দ্বিতীয় দিনেও পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে চলল ব্যাপক তল্লাশি অভিযান।
হিমাচল প্রদেশ পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে পঞ্জাব পুলিশ হিমাচল প্রদেশের ভাদরোয়ার পার্বত্য এলাকায়, ৫-৬ কিমি জঙ্গল এলাকায় তল্লাশি চালায়। পঞ্জাব পুলিশের ২০০ নিরাপত্তারক্ষী এবং ৫০ জন হিমাচল পুলিশ অভিযান চালায়।
প্রসঙ্গত, পঞ্জাব সীমান্তে কিছু সন্দেহভাজন ক্রিয়াকলাপ চোখে পড়ে নিরাপত্তা বাহিনীর। অস্ত্র হাতে, আর্মির পোশাকে দেখা গিয়েছে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে, এমনটাই সূত্রের খবর।
পাঠানকোটের এসএসপি রাকেশ কৌশল জানিয়েছেন, তাঁরা আজও তল্লাশি অভিযান চালিয়েছেন। তবে সন্দেহজনক কিছু এখনও পর্যন্ত তাঁদের চোখে পড়েনি। গতকাল ডালহৌসি রোডের কাছাকাছি তল্লাশি অভিযান চালানো হয়েছিল।
পাঠানকোটে চলছে তল্লাশি অভিযান
Web Desk, ABP Ananda
Updated at:
28 Sep 2016 07:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -