আগরতলা: ৪৮ ঘণ্টার মধ্যে দুবার। সদ্যই ত্রিপুরার রাজনীতিতে এসেছে পরিবর্তন। ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে সরকার গড়েছে বিজেপি। শনিবার ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই সেখানকার পরিস্থিতি উত্তপ্ত। গতকাল গোটা দেশ দেখেছে, ত্রিপুরার বেলোনিয়া শহরে কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনের মূর্তি ভাঙার পর ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছে একদল ব্যক্তি। এরপরই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তারমধ্যে ফের একবার দক্ষিণ ত্রিপুরার সাবরুমে ভাঙা হল লেনিনের আরও একটি মূর্তি। ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় এই ঘটনাকে হিংসা নয় দুষ্কৃতীদের তাণ্ডব হিসেবে বর্ণনা করেছেন। তবে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে বলে জানিয়েছেন সে রাজ্যের রাজ্যপাল।
তবে পর পর একইধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিরোধীদের সঙ্গে বিজেপির বাকযুদ্ধ তুঙ্গে। একাধিক বিজেপি নেতা এই ঘটনা প্রসঙ্গে বলেন, সাম্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ সরূপ মানুষ এধরনের কাজ করছে। বেলোনিয়ায় লেনিন মূর্তি ভাঙার ছবি বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে লেখেন, মানুষ লেনিন মূর্তি ভেঙে দিচ্ছেন, ঘটনাটি রাশিয়ায় নয়, ভারতের ত্রিপুরায় ঘটছে....তারপর লেখেন চলো পাল্টাই। যদিও পরে সেই টুইটটি তিনি মুছে দেন।
বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেন, লেনিন ‘সন্ত্রাসবাদী’, তাঁর মূর্তি ধ্বংস করা ঠিক কাজ। এমন ব্যক্তির মূর্তি ভারতে প্রতিষ্ঠা করা কতটা যুক্তসঙ্গত, সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
যদিও এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুদিনের মধ্যে দ্বিতীয়বার, আরও একটি লেনিনের মূর্তি ভাঙা হল ত্রিপুরায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Mar 2018 09:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -